চট্টগ্রামে অবৈধভাবে ব্যবসার জন্য আনা ৬০টি মোবাইলসহ আটক এক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় অবৈধ চোরাচালানের মাধ্যমে মোবাইল ফোন আনার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

বুধবার (৯ ডিসেম্বর) তাকে বহদ্দারহাটের বখতেয়ার মার্কেটের মেডিকেয়ার ইকুইপমেন্টেএন্ড জিকেড নামক দোকান থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম- মো.বাবুল মিয়া (৪০)। তিনি বোয়ালখারী উপজেলার পোপাদিয়া গ্রামের খুইল্লা মিয়ার ছেলে।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক (উত্তর) মঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাবুল মিয়াকে আটক করা হয়। এসময় তার দেখানো মতে দোকানটির ভেতরে তল্লাশি চালিয়ে ৬০ পিস মোবাইল ফোন জব্দ করা হয়। এই মোবাইল গুলোর প্রত্যেকটিতে একই আইএমইআই পাওয়া। নিয়মানুসারে প্রত্যেকটি মোবাইলে আলাদ স্বতন্ত্র আইএমইআই থাকার কথা। বিদেশ হতে অবৈধ চোরাচালানের মাধ্যমে আনার কারণে আইএমইআই তারতাম্য দেখা যায়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার পর তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *