আমিরাতে বাংলাদেশী মাম রেস্টুরেন্টের উদ্বোধন

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের শারজাহ্ আবু শাগারায় গত সোমবার (৭ ডিসেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশী মালিকানাধীন মজলিস আল্ মদিনা তথা মাম রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

আমিরাতে প্রবাসী বাংলাদেশীদের জন্য দেশীয় খাবারের স্বাদ নিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে রেস্টুরেন্টটি।

উদ্বোধনী অনুষ্টানে আবুল কাশেম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কমার্সিয়াল কাউন্সিলর মোহাম্মদ কামরুল হাসান।

রেস্টুরেন্টটিতে আরো রয়েছে যে কোনো সভা, সমাবেশ, বিয়ে, জন্মদিন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সকল ধরনের অনুষ্ঠানের জন্য প্রায় এক হাজার মানুষের ধারন ক্ষমতা সম্পন্ন হলরুম ও ফ্রী গাড়ি পার্কিং এর ব্যবস্থা। এছাড়াও সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবারে ব্যবস্থা রাখা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যাবাহী মেজবান এর।

উদ্বোধন অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলর সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, বৃহত্তর চট্রগ্রাম সমিতি দুবাইয়ের সভাপতি আরশাদ হোসেন হিরু, বাংলাদেশ সমিতি শারজাহ্ শাখার সভাপতি আবুল বাশার, দুবাইয়ের আবির বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ এয়াকুব সৈনিক, ব্যবসায়ী সাইফুদ্দীন আহমেদ, বিশিষ্ট বাংলাদেশ কমিউনিটির নেতা সেলিম উদ্দীন চৌধুরী, জনতা ব্যাংক শারজাহ্ শাখার সভাপতি শওকত আকবর সহ আরো অনেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *