করোনা: দেশে আরও ৩৭ মৃত্যু, শনাক্ত ১৭৯৯

২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৯৯ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭০৮৯ জন।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিডের ২৮১ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১১৫টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৮২৮ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৯ লাখ ২১ হাজার ৩৬৯ জন।

এছাড়া, গত এক দিনে আরও ২ হাজার ৯৪৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন; তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *