বিজয় দিবসে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ইতিহাসে স্বাধীনতার ঘোষক জিয়াও গভীর শ্রদ্ধায় বেঁচে থাকবেন জনগণের হৃদয়ে। এদেশের মুক্তিকামী জনগণ ও জিয়াউর রহমান যে বাংলাদেশের জন্য লড়েছিলেন সেটি গণতান্ত্রিক বাংলাদেশ, আর আওয়ামী লীগের চেতনায় রয়েছে কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী দর্শণ। সেকারণে তারা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে সহ্য করতে পারে না।

আওয়ামী লীগের নেতৃত্ব যখন স্বাধীনতা ঘোষণা দিতে ব্যর্থ হয়েছে সেখানে গভীর দেশপ্রেম এবং জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসার টানে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করার দু:সাধ্য কাজটি করতে এগিয়ে এসেছিলেন মেজর জিয়াউর রহমানই।

বুধবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, যে গণতান্ত্রিক চেতনার উপর ভিত্তি করে লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেই গণতন্ত্র আজ ফ্যাসিস্ট সরকারের দ্বারা লুন্ঠিত। দেশে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার বলতে কিছু নেই। লুণ্ঠিত গণতন্ত্র পুন: প্রতিষ্ঠিত করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মিথ্যা মামলায় সাজাভোগ করছেন এবং দেশনায়ক তারেক রহমান নির্বাসনে। গণতন্ত্র ফিরিয়ে আনতে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে এবং জনগণের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হলে বিজয়ের এই দিনে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ীভাবে কারামুক্ত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার দীপ্ত শপথ নিতে হবে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষনা দিয়ে জীবন মৃত্যু উপেক্ষা করে অস্ত্র হাতে যুদ্ধ শুরু করেছিলেন বলেই আমরা আজ স্বাধীন দেশ পেয়েছি। তিনি মিশে আছেন মানুষের হৃদয়ে-অন্তর জুড়ে। তাই যারা কটাক্ষ করে অপবাদ দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। স্বাধীনতার ৫০ বছর পরেও জনগণের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য লড়াই করতে হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা গনতন্ত্রের চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি
তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, খায়রুল আলম দিপু, এড.সাইদুল ইসলাম, মোঃ আসলাম উদ্দিন, হারুন আল রশিদ, মামুনুর রহমান, মঈনউদ্দিন রাশেদ, হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজা, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, গিয়াস উদ্দিন সেলিম,সিরাজুল ইসলাম ভূঁইয়া, নুরুল আলম শিপু, আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার ,আব্দুল হালিম গুড্ডু, সহ-সাধারণ সম্পাদক আকতার হোসেন, মনির শাহ্, সাজ্জাদ হোসেন, দিদার হোসেন, আব্দুল মান্নান আলমগীর, মনির হোসেন, শাহাদাত হোসেন সোহাগ, টিপু সুলতান, জাকির হোসেন, ইমরান চৌধুরী বাবলু, ইমদাদুল হক স্বপন, মোখলেছুর রহমান,আব্দুল মান্নান, মোঃ হাসান, নুহ গাজী সেলিম, মাহবুব খালেদ, রাসেল খান, সহ-সাংগঠনিক ইসহাক খান, নাছির উদ্দিন, মিজানুর রহমান সাইফুল, সাইফুল আলম দিপু, ইকবাল হোসেন রুবেল, মোঃ রবিউল ইসলাম

সম্পাদকমন্ডলীর সদস্য নূর আলম, লুৎফর রহমান জুয়েল, এরশাদুল কাইয়ুম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ এসকান্দর, মো. জসিম উদ্দিন, সহ-সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ জাহিদুল ইসলাম, বাকের হোসেন, আলমগীর হোসেন, আকতার হোসেন, খোরশেদ আলম, জাকির হোসেন মিশু, মোঃ সোহেল, জাহেদুল আলম, মোঃ কালাম, মোঃ পারভেজ সহ প্রমুখ।

র‌্যালিটি কাজীর দেউড়ী মোড় থেকে শুরু করে লাভ লেইন, এনায়েত বাজার সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *