বায়েজিদ স্টিলের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে সিডিএ’র মামলা

-স্টিল

চট্টগ্রাম : ইমারত নির্মাণ আইন লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালতে মামলা দায়ের হয়েছে। মামলায় বায়েজিদ স্টিল মিল লিমিটেডের মালিক আবু বক্কর চৌধুরীসহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অথরাউজড বিভাগ মামলাটি দায়ের করেন। সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর আদালতে দায়েরকৃত মামলায় অভিযুক্ত হিসেবে বায়েজিদ স্টিলের মালিক আবু বক্কর ছাড়াও ভবনের নকশাকার মো. আবদুল্লাহ রুম্মান, প্রকৌশলী তানিয়া নাসরিন, আমির হোসেন ও মো. মুছার নামও উল্লেখ করা হয়।

৪৫/১৯ নম্বর মামলায় আসামিদের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন-১৯৫২ এর ১২ (১) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৮ এর ৪৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারি মো. ফয়েজ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের কাছে আগে থেকে অভিযোগ ছিলো ইমারত আইন লঙ্ঘন করে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকার কাজির দেউড়ি ১ নম্বর গলিতে খালের জায়গা দখল করে ভবন নির্মাণ করছে বায়েজিদ স্টিলের মালিক আবু বক্কর চৌধুরী।

অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের অথরাইজড বিভাগ সরেজমিন তদন্ত করতে গেলে বিএস ৭৬ নম্বর দাগের জায়গার ওপর ভবন নির্মাণের সত্যতা পেয়ে মালিকসহ এ ভবন নির্মাণের সাথে জড়িত ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে সিডিএ অথরাইজড বিভাগ।

এছাড়া ভবনটির নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার পাশাপাশি ঘটনাস্থল থেকে আমির হোসেন নামে এক আসামিকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হলে আদালত থেকে সে জামিন পান বলে জানান আদালতের বেঞ্চ সহকারি মো. ফয়েজ।

২৪ ঘন্টা/রাজীব..

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *