সীতাকুণ্ডের কদমরসুলে গলায় ফাঁস দেওয়া গৃহবধূর লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। তার নাম আফরোজা আক্তার সোনিয়া (২৭)।

বুধবার (১৬ডিসেম্বর) উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কদমরসুল গ্রামের খলিল সেরাং এর বাড়ীতে এ ঘটনা ঘটে। পুলিশ রাত ৭ টায় লাশটি উদ্ধার করে।

সোনিয়া আক্তার ঐ এলাকার রেজাউল হোসাইনের স্ত্রী। তার বাবার বাড়ি নগরীর ঈদগাঁ এলাকায়। তিনবছর আগে প্রেমের সম্পর্কে তাদের বিয়ে হয়। তাদের একটি তিন বছরের একটি শিশু কন্যা রয়েছে।

জানাযায়, স্বামীর সাথে মনোমালিন্যের কারণে সোনিয়া ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এব্যাপারে তার স্বামী রেজাউল বলেন, আমার স্ত্রী সকালে তার বাবার বাড়ি বেড়াতে যেতে চাইলে আমি যেতে নিষেধ করি। আমার আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে বলেছি পরে যেতে। একারনে সে রাগে ক্ষোভে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময় ঘরে কেউ ছিলনা। ঘরের দরজা ভেঙ্গে দেখি সে ঝুলে আছে। তখন তাকে নিচে নামিয়ে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

বিষয়টি তাৎক্ষনিক স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিনকে অবহিত করলে তিনি থানায় জানান।

এব্যাপারে আফরোজা আক্তর সোনিয়ার ভাই সাহেদ বলেন, আমার বোনকে তার স্বামী সবসময় নির্যাতন করতেন। বাড়ী থেকে টাকা এনে দেওয়ার জন্য। আগেও স্বামীকে একাধিকবার টাকা দেওয়া হয়েছিল। এব্যাপারে ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির এসআই মোঃ নুর নবী বলেন, খবর পেয়ে আমি রাত ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশের সুহরাতল রিপোর্ট তৈরী করি। মহিলাটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমনটিই মনে করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। পোষ্টমোটেম রিপোর্টের পর মৃত্যুর কারন জানা যাবে। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

২৪ ঘণ্টা/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *