আবুধাবি দূতাবাসের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাত দূতাবাস ঢাকার সদ্য বিদায়ী রাষ্ট্রদূত সাইয়্যিদ আল মেহেরিকে কূটনৈতিক দক্ষতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বঙ্গবন্ধু মেডেল পুরুষ্কার প্রদান করেছে বাংলাদেশ সরকার।

১৬ ডিসেম্বর বিজয় দিবসে আবুধাবি দূতাবাসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করে বলে জানান আবুধাবিতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর।

বুধবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় দূতাবাসের অনুষ্ঠান। কোরআন তেলোয়াত করেন দূতাবাস কর্মকর্তা মুহাম্মদ রেজাউল আলম।

এক মিনিট নিরবতা ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানানো হয় শহীদের স্বরণে।

এসময় রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফরে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের উপ মিশন প্রধান মুহাম্মদ মিজানুর রহমান, লেবার কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া ও কাউন্সিলর রেয়াজুল হক।

এর পর অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা দেখানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মীর আনিসুল হাসান, বিমান ম্যানেজার এন সি বড়ুয়া, জনতা ব্যাংকের সিইও মুহাম্মদ আমিরুল হাসান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, মুহাম্মদ শওকত আকবর, নাছির তালুকদার, আশিস বড়ুয়া, মাস্টার এস কে আলাউদ্দিন, মুহাম্মদ বশির ভূইয়া, জাকের হোসেন জসিম, প্রিয়াঙ্কা খন্দকার সহ স্থানীয় কমিউনিটি নেতা ও প্রবাসী নেতৃবৃন্দরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *