ফিফা বর্ষসেরা একাদশে সুযোগ পেলেন যারা

ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশের আক্রমণভাগে আছেন বার্সেলোনার লিওনেল মেসি, বায়ার্ন মিউনিখের রবের্ত লেভানদোভস্কি ও ইউভেন্তুসের ক্রিস্তিয়ানো রোনালদো। বর্ষসেরা দলে দাপট দেখিয়েছে বায়ার্ন মিউনিখ ও লিভারপুল।

করোনাভাইরাসের কারণে সুইজারল্যান্ডের জুরিখে ‍বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বসেনি তারকাদের মিলনমেলা। অনলাইনের মাধ্যমে হয়েছে সবকিছু।

গত মৌসুমে ট্রেবল জেতা জার্মান বুন্ডেসলিগার দল বায়ার্ন মিউনিখের আছেন চার জন। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের জায়গা পেয়েছেন তিন জন। গত মৌসুমে বায়ার্নে খেলা থিয়াগো আলকানতারা এবার খেলছেন লিভারপুলে।

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা ও জুভেন্টাসের একজন করে ঠাঁই পেয়েছেন।

এই দলে জায়গা হয়নি বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জেতা মানুয়েল নয়ারের।

২০ জুলাই ২০১৯ থেকে ৭ অক্টোবর ২০২০ পর্যন্ত পারফরম্যান্সের বিবেচনায় পেশাদার ফুটবলারদের ভোটে বর্ষসেরা একাদশ গড়া হয়। গত ১০ ডিসেম্বর ফিফা ফিফপ্রো মেন্স বিশ্ব একাদশের জন্য ৫৫ জনের তালিকা ঘোষণা করা হয়।

২০০৯ সাল থেকে শুরু হওয়া ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ গত বছর থেকে নামকরণ করা হয় ফিফা ফিফপ্রো মেন্স বিশ্ব একাদশ।

২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত ফিফপ্রো নিজেদের মতো করে বিশ্ব একাদশ ঘোষণা করত।

ঘোষিত ফিফা ফিফপ্রো পুরুষ বিশ্ব একাদশ:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল/ব্রাজিল)

রক্ষণভাগ: ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড (লিভারপুল/ইংল্যান্ড), ভার্জিল ফন ডাইক (লিভারপুল/নেদারল্যান্ডস), সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ/স্পেন), আলফোনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ/কানাডা)

মধ্যমাঠ: জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ/জার্মানি), কেভিন ডে ব্রুইনে (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম), থিয়াগো আলকানতারা (বায়ার্ন মিউনিখ/লিভারপুল/স্পেন)।

আক্রমণভাগ: লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা), রবার্ট লেয়ান্ডোভস্কি (বায়ার্ন মিউনিখ/পোল্যান্ড), ক্রিস্টিয়ানো রোনালদো (জুুুভেন্টাস/পর্তুগাল)।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *