কার্যদক্ষতা গড়ে তুলতে যুবকদের আহ্বান জানান লক্ষ্মীপুর জেলা প্রশাসক

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
‘অদক্ষ ব্যক্তি একটি কাজ একবারেই করতে পারে না। তিন বার চেষ্টার পর কাজটি সম্পন্ন করতে পারে। কিন্তু একজন দক্ষ ব্যক্তি একবারেই কাজটি সম্পন্ন করতে পারে। সকল কাজেই দক্ষতার কোন বিকল্প নেই ’ বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

‘মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ শ্লোগানে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে গতকাল দুপুরে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অনেকেরই দক্ষতা না থাকার কারণে দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশ যাত্রা দিচ্ছেন। কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে প্রাণ হারাচ্ছে। সেখানে দেখা যায় বেশি বাংলাদেশীরাই। এতে ধ্বংস হচ্ছে তার পরিবার, নষ্ট হচ্ছে দেশের ভাবমুর্তি। অথচ দক্ষতা অর্জন করলে, বৈধ পথেই বিদেশ গিয়ে ভালো আয় করা যায়।

তিনি আরো বলেন, বিদেশে ভালো সেক্টরগুলোতে দেখা যায় ভারতসহ বিভিন্ন দেশর দক্ষ কর্মীরা নিয়োজিত। অথচ সেখানে বাংলাদেশী কর্মীরা পিছিয়ে। তার একটাই কারণ দক্ষতা। দক্ষতা না থাকার কারণে বাংলাদেশীরা বৈধ পথে বিদেশ যেতে পারে না। তাই তারা অবৈধ পথে পাড়ি দিতে গিয়ে পথেই মারা পড়ছে। যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। যার প্রভাব পড়ছে দক্ষ শ্রমিকদের উপরও। নিজের নিরাপত্তা ও দেশের সুনাম রক্ষার্থে, সরকারী বা বেসরকারী যেকোন ভাবেই হোক সকল ক্ষেত্রেই দক্ষতা অর্জন করে বৈধ পথে বিদেশ অভিবাসনের আহ্বান জানান জেল প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মাহবুবুর রশিদ তালুকদার, লক্ষ্মীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবু জাফর।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় তিন জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক। রচনা প্রতিযোগিতার বিষয় ছিলো ‘দক্ষ নিরাপদ ও শোভন কর্মে অভিবাসন’। এ প্রতিযোগিতায় ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *