করোনায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৫ লাখ ছাড়ালো, সুস্থ ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন

২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১১৫৩ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫ লাখ ৭১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২৮০ জন।

রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৯২৬ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

এতে আরো জানানো হয়, ১৬০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২হাজার ৯০০ টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৩১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৩০ লাখ ৭৫হাজার ৬৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ৬১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৬ লাখ ৯৩ হাজার ২৫৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৪০৬ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *