ফটিকছড়িতে ছাত্রলীগের আয়োজনে প্রয়াত রফিকুল আনোয়ারের স্মরণ সভা

ফটিকছড়ির মাটি ও মানুষের বন্ধু খ্যাত ফটিকছড়ির সাবেক সাংসদ মরহুম রফিকুল আনোয়ারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা করেছে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ।

শুক্রবার (১ নভেম্বর) বিকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে সামনে অনুষ্টিত স্মরণ সভার সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রফিকুল আনোয়ারের একমাত্র কন্যা খাদিজাতুল আনোয়ার সনি এম. পি।

এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, মুজিবুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি পৌরসভার মেয়র মোঃ ইসমাইল হোসেন, জেলা পরিষদ সদস্য আকতার উদ্দিন মাহমুদ পারভেজ, সুন্দরপুর ইউ.পি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শামসুল আলম, উপ-দপ্তর সম্পাদক আবুল কাসেম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সরওয়ার, উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল আলম, সাবেক ইউ.পি চেয়ারম্যান শফিউল আলম, ইব্রাহিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাইদ ইরান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এ কে আজাদ বাবুল, উত্তর জেলা যুব মহিলালীগের যুগ্ম-আহবায়ক এডভোকেট জোবাইদা চৌঃ নিপা, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পাইন্দং ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি সাহাবু চৌধুরী, সাধারণ সম্পাদক মজাহার চৌধুরী, নানুপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আজম উদ্দিন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সাহেদুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাঈনুল করিম শাওকি, সাবেক জেলা ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, ”রফিকুল আনোয়ার একজন মৃত্যুঞ্জয়ী মানুষ। তাঁর অনন্য অবদানের কথা ফটিকছড়ি তথা চট্টগ্রামের মানুষ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। রফিকুল আনোয়ার ফটিকছড়িবাসীর হৃদয়ে আজীবন চির অমর হয়ে থাকবেন।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *