সীতাকুণ্ড পৌর নির্বাচনে ইভিএম এর প্রতিকী ভোট অনুষ্ঠিত

কামরুল ইসলাম দুলু : চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমেই ভোট দিবেন ভোটাররা। এতে ভোটারদের কিভাবে ইভিএম’র মাধ্যমে ভোট প্রদান-গ্রহণ করবেন সেই বিষয়ে প্রস্তুতি নিতে মাঠে কাজ করছেন নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা।

তারই অংশ হিসেবে আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১৭ টি কেন্দ্রে মক (অনুশীলনমূলক) ভোটের আয়োজনও করা হয়েছে। ইভিএমের প্রচার-প্রচারণার পাশাপাশি মক ভোটের মাধ্যমে ভোট দিতে আগ্রহী করে তোলার চেষ্টা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

এসময় কয়েকজন ভোট (প্রতিকী ভোট) দিতে আসা তানজিনা আক্তার বলেন, ইভিএম এ আমি (মক) ভোট দিয়েছি, ইভিএম এ ভোট দেওয়া খুবি সহজ।

ফারজানা আক্তার বলেন, ইভিএম সম্পর্কে এতোদিন আমি বুঝতামনা। আজ প্রতিকী ভোট দিয়ে বুঝলাম এটি খুব সহজ।

এব্যাপারে উপজেলা নির্বাচনী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ইভিএম সম্পর্কে সচেতন করতে আমরা ব্যাপক প্রচারনা চালিয়েছি, বিভিন্ন ওয়ার্ডে প্রজেক্টের মাধ্যমে দেখিয়েছি কিভাবে ভোটাররা ভোট প্রদান করবেন। এছাড়া আজ মক ভোটের আয়োজন করেছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *