ফটিকছড়িতে আল-মদিনা মহিলা মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফটিকছড়ির দক্ষিণ রাঙ্গামাটিয়া আল-মদিনা মহিলা মাদ্‌রাসায় কুরআন খতম, ইবতেদায়ি শিক্ষা সমাপণি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও পরিচালনা কমিটির মাসিক সভা শনিবার (২ নভেম্বর) সকালে মাদ্‌রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সহ-পরিচালক এম জুনায়েদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুহাম্মদ রফিক চৌধুরী, সেলিম উদ্দীন, মাহবুবুল আলম, নাছির উদ্দীন কন্ট্রাক্টর, মাওলানা ইব্রাহীম, ফকির মুহাম্মদ, মুহাম্মদ হান্নান চৌধুরী, মুহাম্মদ আবু জাফর, হাবিব মোক্তার, মুহাম্মদ ইদ্রীস, আজম, নুরুল ইসলাম, আজিজ উল্লাহ, মুহাম্মদ জাহেদ, এহসান উল্লাহ চৌধুরী, জসিম উদ্দীন, মুহাম্মদ রমজান, ডাঃ লোকমান, মুহাম্মদ ওসমান, জয়নাল আবেদিন, হোসাইন, মাওলানা হাবীবুল হক, মাওলানা মোস্তাফা, হাফেজ মুহাম্মদ মিজান, মাওলানা বোরহান উদ্দীন প্রমুখ।

এসময় বক্তারা মাদরাসার যাবতীয় কার্যাদি পরিদর্শন করে বলেন, আল মদিনা মহিলা মাদরাসা অত্র এলাকায় দ্বীন প্রসারে আলোর প্রদীপ হয়ে কাজ করছে।

বক্তারা পরীক্ষার্থীদের করণীয় ও বর্জনীয় দিক এবং পরীক্ষার হলে শিক্ষার্থীরা সাধারণত কোন কোন সমস্যার সম্মুখীন হয় এবং সমস্যার তাৎক্ষণিক করণীয় কি সে সম্পর্কে আলোচনা করেন।

মিটিং শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা হাবীবুল হক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *