আগুন সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করে নৌকায় ভোট দেবে জনগণ: রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আম জনতার হৃদয় হতে জন্ম নেয়া রাজনৈতিক দল। জনগনের অধিকার আদায় সংগ্রামে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ জনতার মেন্ডেট নিয়ে চলে। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য জন্ম দেয়া স্বার্থান্বেষী দল জনগন কতৃক প্রত্যাখ্যাত হয়ে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল। নির্বিচারে পেট্রোল বোমা মেরে আগুনে পুড়িয়ে মানুষ মেরে ক্ষমতায় যেতে চেয়েছিল তারা। মানুষ তাদের প্রতিহত করেছে এবং ঘৃনা ভরে প্রত্যাখ্যান করেছে।

শান্তি প্রিয় চট্টলবাসী আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনেও তাদেরকে প্রত্যাখ্যান করে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেবে বলে আমার বিশ্বাস। মেয়র নির্বাচিত হয়ে আমি চট্টগ্রামকে একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই।

‘ব্যাংক কর্মচারী ফেডারেশন বাংলাদেশ’ চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।

২৯ ডিসেম্বর বিকেলে রেজাউল করিম চৌধুরীর বহরদারহাটস্থ নিজ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংক কর্মচারী ফেডারেশন বাংলাদেশ কমিটির চট্টগ্রাম শাখার সভাপতি মো. সৈয়দুল আলম। সঞ্চালনা করেন ব্যাংক কর্মচারী ফেডারেশন বাংলাদেশ কমিটির চট্টগ্রাম শাখার সাধারন সম্পাদক মো. কামালউদ্দিন।

সভায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা আবুল হোসেন আবু, আবু তাহের জিহাদি, মো. নুরুল আবছার, আবদুল মোমেন জসিম, মো. কপিল উদ্দিন, এ. কে. আজাদ, মো. খোরশেদ আলম, সান্তনু কুমার বড়–য়া, মো. নুর আলম, সোহরোওয়ার্দি, আকবর হোসেন মিন্টু, মো. রেজাউল করিম, মো. সোলতান, রশিদ মিয়া, জাহাঙ্গীর আলম, শফিউল আলম, মুজিবুর রহমান চৌধুরী, মো. সিরাজুল ইসলাম, শাহাদাত আলি, রবিউল আলম চৌধুরী এবং ব্যাংক কর্মচারী ফেডারেশন বাংলাদেশ –চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল কমিটির অন্তর্ভূক্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, পূবালী, সিটি, কৃষি, বেসিক ও উত্তরা ব্যাংকের সকল নেতৃবৃন্দ ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *