ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি : আবুধাবির চার সেতুতে অনিবন্ধিত গাড়ি নিয়ে সেতু পার হলেই গুণতে হবে জরিমানা। জরিমানা এড়াতে এসব সেতুতে চলাচলকারী গাড়ির মালিক ও চালকদের গাড়ির নিবন্ধন করে নিতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
ঘোষণা অনুযায়ী শনিবার (২ জানুয়ারি) থেকে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ সেতু, শেখ খলিফা সেতু, আল মাকতুম সেতু ও মুসাফফা সেতু’র টোল গেইটের চার্জ আরোপ শুরু হয়েছে।
দেশটির রাজধানী আবুধাবির এই সেতুগুলোর টোল গেইট পার হবার জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে গাড়ির নিবন্ধন করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তারা গণমাধ্যমকে জানান, নিবন্ধিত গাড়ি সেতু পার হতে চার্জ আসবে ৪ দিরহাম। যা সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টা এবং বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রযোজ্য হবে। তবে শুক্রবার ও সরকারি ছুটির দিনগুলোতে এসব সেতুতে চার্জ বিহীন চলাচল করা যাবে ।
Leave a Reply