সীতাকুণ্ডে মোটর সাইকেলে আগুন লেগে ২ আরোহী দগ্ধ

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডে চলন্ত মোটর সাইকেলে আগুন লেগে দুই আরোহী আহত হয়েছে। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

আজ বুধবার (৬ জানুয়ারী) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় এঘটনা ঘটে। আহত দুইজনের নাম ইমন ও মুজাহিদ। তাদের বাড়ী উপজেলার মুলিপাড়া এলকায় বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী মো.ইসমাইল জানান, সন্ধ্যা ৭ টার দিকে সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় মহাসড়কে চট্টগ্রামমূখী ১৭ নং একটি চলন্ত মিনিবাসের পেছনে একটি দ্রুতগামী মোটর সাইকেল ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেলটিতে আগুন ধরে যায়। এতে মোটর সাইকেলের দুই আরোহী আগুনে দগ্ধ হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাদের মধ্যে একজনের শরীরে বেশিরভাগ অংশ পুড়ে যায়। মোটর সাইকেলটি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এব্যাপারে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশান অফিসার মঈন উদ্দিন বলেন, আমরা অন্য জায়গা থেকে ডিউটি করে আসার সময় সিরাজ ভুঁইয়া রাস্তার মাথায় মহাসড়কে একটি মোটর সাইকেলে আগুন জ্বলতে দেখে আগুন নেভাতে চেষ্টা করি তবে তার আগেই গাড়িটি পুড়ে যায়। শুনেছি দুইজন আহত হয়েছে, তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *