দেশে আটকা প্রবাসীদের আমিরাতে ফিরতে হবে ৩১ মার্চের মধ্যে

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি : বিভিন্ন দেশে অবস্থানরত সংযুক্ত আরব আমিরাতের অভিবাসী যারা ছয় মাসেরও বেশি সময় ধরে নিজ নিজ দেশে আটকা আছেন, তাদের ফেরার সুযােগ হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে ছুটিতে গিয়ে করােনাভাইরাসের কারণে আটকে পড়া প্রবাসীদের ফিরতে বলেছে আমিরাত সরকার।

দুবাইয়ের বাজেট এয়ার লাইন্স ফ্লাই দুবাইয়ের নিজস্ব ওয়েবসাইটের ঘােষণায় বলা হয়েছে- আমিরাতের ভিসাধারী যারা ছয় মাসের অধিক সময় যাবৎ আমিরাতের বাহিরে আটকা পড়ে রয়েছেন তারা ৩১ মার্চ ২০২১ এর মধ্যে আমিরাতে ফিরে আসতে পারবেন।

এদিকে আমিরাতের প্রভাবশালী দৈনিক খালিক টাইমস ও অন্যান্য মাধ্যম থেকে আরাে জানা যায়, দুবাই হতে ইস্যুকৃত বৈধ ভিসাধারীগণ যাতের ভিসার মেয়াদ আছে তারা জেনারেল ডাইরেক্টরেট অব ফরেইনার্স অ্যাফেয়ার্স (GDRFA) হতে প্রাপ্ত অনুমােদন পূর্বক টিকেট বুকিং করতে পারবেন।

দুবাইর যাত্রীদের অনুমােদন এর জন্য ওয়েবসাইট-https://amer.gdrfad.gov.ae/visa-inquiry Watts WICOS

ভিসাধারীদের অনুমােদন গ্রহণের ওয়েবসাইট-https://smartservices.ica.gov.ae/echannels/web/client/defa

দুবাই এয়ারপাের্ট দিয়ে আসার জন্য দেশ থেকে আসার আগে PCR টেস্ট করে ৯৬ ঘণ্টার মধ্যে সফর করতে হবে এবং দুবাই অবতরণ করে আরাে একটি PCR টেস্ট করতে হবে। দেশ থেকে আসার সময় যাত্রীদেরকে PCR test এর নেগেটিভ রেজাল্ট এর একটি প্রিন্ট কপি সাথে থাকতে হবে, যেখানে ইংরেজিতে বা আরবীতে টেস্টের রেজাল্ট লেখা থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *