চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোড এলাকা থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা ‘মাঝিকে’ গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
গ্রেফতার দুইজন হলো- পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকার নজরুল ইসলাম চৌধুরীর ছেলে মুনতাসিরুল ইসলাম চৌধুরী ইমতিয়াজ (২০) ও উখিয়া উপজেলার বালুখালী মইন্যার ঘোনা রোহিঙ্গা ক্যাম্পের নুর আহাম্মদের ছেলে লিয়াকত আলী প্রকাশ মাঝি (৪৫)।
এদের মধ্যে মুনতাসিরুল ইসলাম চৌধুরী ইমতিয়াজকে চট্টগ্রাম নগরের স্টেশন রোড থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
পরে তার দেওয়া তথ্যে বালুখালী মইন্যার ঘোনা রোহিঙ্গা ক্যাম্প থেকে লিয়াকত আলী প্রকাশ মাঝিকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, স্টেশন রোড থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্যে উখিয়া বালুখালী এলাকায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা মাঝিকে গ্রেফতার করা হয়। লিয়াকত আলী নামে ওই রোহিঙ্গা মাঝি ইয়াবাগুলো বিক্রির জন্য স্টেশন রোড থেকে গ্রেফতার ব্যক্তিকে দিয়েছিলেন।
Leave a Reply