বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আজ রাত নয়টায় জাতীয় চার নেতা স্মরণানুষ্ঠান

জাতির পিতার সহচর, জাতীয় চার নেতাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র বিশেষ অনুষ্ঠান প্রচার করবে আজ রাত নটায়।

এতে থাকছে চার জাতীয় নেতার বর্ণাঢ্য জীবনকাল, লক্ষ্য, তাঁদের আদর্শিক যাত্রায় বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আলোচনা। সাথে থাকছে আবৃত্তিও।

আলোচনায় অংশ নিচ্ছেন চট্টগ্রাম সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম এবং চট্টগ্রামের পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ এ কিউ এম সিরাজুল ইসলাম।

সঞ্চালনায় থাকছেন সাংবাদিকদের জাতীয় সংগঠন ‘বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে’র সহ-সভাপতি ও পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী।

আবৃত্তি পরিবেশনায় থাকছেন আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান। গ্রন্থনায় ইশতিয়াক আহমেদ ও অনুষ্ঠানটি প্রয়োজনা করছেন সাদিকুল ইসলাম নিয়োগী।‌

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *