চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা ও বন্দর থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এক হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় দুজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ২ নভেম্বর শনিবার সন্ধ্যা পৌনে ৬টার সময় নগরীর কোতোয়ালি থানা আলকরন মোড় এলাকায় অভিযান চালিয়ে ৭শ পিস ইয়াবাসহ শ্যামল দাশ (৪০) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতার শ্যামল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগড়া পশ্চিম মালোপাড়ার মৃত জিতেন্দ্র দাশের ছেলে।
একই দিন সন্ধ্যা সাড়ে ৫টায় নগরীর বন্দর থানা বাকের আলী ফকিরের টেক মসজিদ সংলগ্ন এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অংসা থোয়াই মারমার নেতৃতে পরিচালিত এ অভিযানে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় আব্দুর রহিম (৩৫) নামে অপর এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রহিম কক্সবাজার জেলার টেকনাফ হ্নীলা দক্ষিণ ফুলের ডেইল মীর কাশেমের ছেলে।
নগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply