সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় একটি স্বর্ণের দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে এক চোর। তার স্বীকারোক্তিতে পুলিশ আরো দুই চোরকেও আটক করতে সক্ষম হয়।
শনিবার রাত দেড়টার দিকে এঘটনা ঘটে। ধৃত তিন চোর হচ্ছে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের মৃত রবিউল আলমের পুত্র, মোঃ রুমন (১৯), বাঁশখালী উপজেলার বাইন্না পাড়া গ্রামের নুর হেসেনের পুত্র সেলিম (১৯) এবং জামালপুর জেলার মেলান্দহ থানাধীন ঘুসাই পাড়া গ্রামের বাহার উদ্দিন এর পুত্র সুমন (২০) বর্তমানে তারা তিন জন সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ে বসবাস করছে।
জানা যায়, রাত দেড়টার সময় বার আউলিয়া এলাকায় কল্পনা জুয়েলার্সের স্বর্ণের দোকানের চাল কেটে ভিতরে প্রবেশ করার সময় বিষয়টি রাতের পাহারাদাররা টের পেয়ে যায়। এসময় তিন চোরকে ঘিরে ফেললেও দুই চোর পালিয়ে যেতে সক্ষম হয় এবং এক চোরকে আটক করে। তার কাছ থেকে ২টি ছোরা, ১টি স্কৃ ড্রাইভার, ১টি টিন কার্টার, ও একটি দা উদ্ধার করে।
ধৃত এক চোরকে স্থানীয় এলাকাবাসী মডেল থানার এসআই মোঃ হারুনের নিকট হস্তান্তর করে। এদিকে আটক এক চোরের স্বীক্ষারোক্তিতে পুলিশ অপর দুই চোরকেও আটক করতে সক্ষম হয়। আটক তিন চোরের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি (তদন্ত) সুমন বনিক।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply