পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে খাতুনগঞ্জে ফের অভিযান : চার প্রতিষ্ঠানকে জরিমানা

পেঁয়াজের মাত্রাতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামের বৃহৎ পাইকারী পেঁয়াজের বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার বিকেল ৪ টা থেকে অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

এসময় আমদানিকারকদের কাছ থেকে ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে খাতুনগঞ্জের চার আড়তদারকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে পুলিশের পাশাপাশি র‌্যাবের সদস্যরাও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

জরিমানা আদায় করা আড়তগুলোর মধ্যে মেসার্স খাতুনগঞ্জ ট্রেডিংকে ৫০ হাজার টাকা, মেসার্স হাজী অছি উদ্দিন সওদাগরকে ৪০ হাজার টাকা এবং বেঙ্গল ট্রেডার্স ও মেসার্স সৌমিক ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। আরো খবর : এস আলম গ্রুপের ৫০ হাজার টন পেঁয়াজ!

এছাড়া খাতুনগঞ্জের আরো বেশ কয়েকটি আড়ত পরিদর্শণ করে প্রতিকেজি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি করার জন্য মুল্য নির্ধারণ করে দিয়ে শেষবারের মতো সতর্ক করে দেন।

প্রায় ঘন্টাব্যাপী অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, বাজার মনিটরিংয়ে গিয়ে খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে পর্যাপ্ত পেঁয়াজ লক্ষ্য করা গেছে। এরপরও পেঁয়াজের সংকট দেখিয়ে এবং নানা অজুহাতে পেঁয়াজের দর পাইকারিতে কেজি প্রতি ৯০ থেকে ৯৫ টাকা করে বিক্রি করছে কিছু আড়তদার। অতচ প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়ছে মাত্র ৪২ টাকা।

তিনি বলেন, বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে খাতুনগঞ্জের চারটি আড়তকে মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং প্রতিটি আড়তকে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে দর নির্ধারণ করে দেওয়া হয়েছে। অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

প্রসঙ্গত : চলতি বছরের গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার পেঁয়াজের রপ্তানিমূল্য ৮৫০ ডলার বেঁধে দেয়। এরপর থেকে বাজারে অস্থিরতা শুরু হয়। ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক দপ্তর গত ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।

এরপর একেবারে আকাশচুম্বিতে উঠে পেঁযাজের দর। একলাফে পাইকারি বাজারে ভারতীয় আমদানি করা পেঁয়াজের দর ৯০-৯৫ টাকায় পৌঁছে। জেলা প্রশাসন ও বিভিন্ন সংস্থার অভিযান ও নিয়মিত তদারকিতে মাঝে সামান্য দরপতন হলেও ফের লাগামহীন হয়ে পড়েছে পেঁয়াজের বাজার।

বর্তমানে পাইকারিতে সেঞ্চুরি পেরিয়ে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়।

Comments

One response to “পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে খাতুনগঞ্জে ফের অভিযান : চার প্রতিষ্ঠানকে জরিমানা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *