চট্টগ্রামে ডেঙ্গুতে গৃহবধুর মৃত্যু

.jpg

চট্টগ্রামে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে শরিফা আক্তার (৩০) নামে এক গৃহবধু।

শনিবার দিবাগত রাত ১টার সময় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। শরিফা নগরীর ঝাউতলা এলাকায় তার স্বামী মো. ইউছুফকে নিয়ে থাকতেন। তিনি মাদারীপুরের কালকিনি থানার নতুনচর এলাকার আশরাফ ভূঁইয়ার মেয়ে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারি রেজিস্ট্রার ডা. ইমন দাশ বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গৃহবধু শরিফার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, গত ৩১ অক্টোবর জ্বরে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হলে পরীক্ষা নিরিক্ষার পর শরিফার ডেঙ্গু রোগ শনাক্ত হয়।

এরপর থেকে তাকে নিয়মিত চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *