ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নয়াদিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
প্রথমবারের মতো ভারতের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। আর ঐতিহাসিক এই সফরে নেই টাইগার দুই পাণ্ডব সাকিব আল হাসান ও তামিম ইকবাল। খেলছেন না তরুন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ম্যাচে টাইগারদের আরো এক প্রতিপক্ষ দিল্লির দুষণ।
৩ পেসার ও ১ স্পিনার নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আজকের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে মোহাম্মদ নাইমের।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ের, রিশাব পান্ত (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুযবেন্দ্র চাহাল, দিপক চাহার ও খলীল আহমেদ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আমিনুল ইসলাম বিপ্লব, মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
Leave a Reply