মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মীরসরাই নিবাসী, দৌলার প্রেসের স্বত্ত্বাধিকারী মো. শফিউল (৯০) আলম আজ ৩ নভেম্বর বিকেল ৫টায় নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)।
তিনি ৫ পুত্র, ৩ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে যান। নগরীর মিসকিন শাহ (র.) মাজার প্রাংগনে আজ রাত সাড়ে ৮ টায় জানাযার পর তাকে মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
সংগ্রামী এই মানুষের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন চট্রগ্রাম সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দরা। তারা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।
উল্লেখ্য, মরহুম শফিউল আলম বাংলাদেশের স্বাধিকার সংগ্রামের ওতোপ্রোতোভাবে জড়িত ছিলেন। পাকিস্তান আমলে ন্যাপের (মোজাফফর) কেন্দ্রীয় নেতা ছিলেন। দীর্ঘদিন বাম রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন।
মুক্তিযুদ্ধ চলাকালে দেওয়ান বাজার দেওয়ানজী পুকুর লেইনস্থ দোলার প্রেসে স্বাধীনতা বিরোধীরা দুইবার আগুন লাগিয়ে দেয় স্বাধীন দেশের পতাকা ছাপানো ও সরবরাহের অপরাধে। ৭০ এ নিবাচনে আওয়ামী লীগের রাজনীতির সংযুক্ত হন। সামরিক শাসক জেনারেল জিয়ার আমলে কারাভোগ করেন।
মরহুম শফিউল আলম আজাদীর সহসম্পাদক রেজাউল করিমের পিতা।
Leave a Reply