সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সলিমপুরস্থ ফকিরপাড়া সামাজিক সংগঠন “স্বপ্নসিঁড়ি”র অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় অভিষেক উপলক্ষে এক আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
এলাকায় মাদক, ইভটিজিং, সন্ত্রাসসহ সকল প্রকার অসামাজিক ও,অপরাধমূলক কাজের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলার লক্ষ্যে এলাকার যুবকরা গড়ে তুলেন স্বপ্নসিঁড়ি নামক এ সামাজিক সংগঠন। এর পাশাপাশি এলাকার গরীব-অসহায় মেয়ের বিয়ে, অসুস্থ্য ব্যক্তির চিকিৎসা এবং বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদান করে স্বাবলম্বী করা এ সংগঠনের মূল উদ্যেশ্য হবে বলে জানান তারা।
সংগঠনের সভাপতি মোঃ এরশাদ আহম্মদের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম।
সংগঠনের উপদেষ্টা সাহিম উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফৌজদারহাট ট্রাফিক সার্জেন্ট সুষমা চাকমা, স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ মঞ্জু।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মঈনুল ইসলাম, ওমর শরীফ, মহিউদ্দিন চৌধুরী, আশরাফ উদ্দিন মিন্টু প্রমূখ।
অভিষেক অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply