সাকিব-লিটনের ব্যাটে শেষ সেশনে স্বস্তি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসানের অপরাজিত ৩৯ রান এবং লিটন কুমার দাসের ৩৪ রানে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ। ক্যারিবীয়দের হয়ে বল হাতে একাই তিন উইকেট নেন জোমেল ওয়ারিক্যান।

১৪০ রানে চার উইকেট হারিয়ে চা-বিরতিতে গিয়েছিলেন বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান মুশফিক এবং সাকিব। দীর্ঘদিন পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরে নিজেদের ধৈর্য শক্তির পরীক্ষা দিয়েছেন এই ব্যাটসম্যান। দীর্ঘদিন পর সাকিব এবং মুশফিকের দায়িত্বশীল ব্যাটিং যেন স্বপ্ন দেখাচ্ছিল বড় কিছুর।

মুশফিক, সাকিব- দুজনেই খেলেছেন নিজেদের স্বাভাবিক গতিতে। এই দুই ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলের রানও উঠছিল বেশ ভালোভাবেই। তবে তাদের এই জুটি ভাঙেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার ওয়ারিক্যান। দলীয় ১৯৩ রানে ওয়ারিক্যানের করা বলে দারুণ এক ক্যাচ নেন কর্ণওয়েল। সাকিবের সঙ্গে গড়েন ৫৯ রানের জুটি। আউট হওয়ার আগে ৬৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেন মুশফিক।

মুশফিকের বিদায়ের পর সাকিবের সঙ্গে দলের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন। ইনিংসের শুরু থেকেই রান তুলতে খুব বেশি একটা সময় নেননি লিটন। ওয়ারিক্যান, গ্যাব্রিয়েল, কর্ণওয়েলকে বেশ ভালোভাবেই সামাল দেন এই ব্যাটসম্যান। অন্য প্রান্ত থেকে লিটনকে যোগ্য সঙ্গ দেন সাকিব। শেষ পর্যন্ত দিনশেষে ৩৯ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সাকিব এবং ৫৮ বলে ৩৪ করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন লিটন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে ২৪ ওভার বোলিং করে ৫৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন ওয়ারিক্যান এবং একটি উইকেট লাভ করেন কেমার রোচ।

এর আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক। ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটি শুরুতেই প্রমাণ দেন দুই ওপেনার তামিম ইকবাল এবং সাদমান। তবে সেই জুটি বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি। দলীয় ২৩ রানে রোচের করা বলটি তামিমের ব্যাটের ফাঁক দিয়ে স্ট্যাম্প ভাঙে। তিনি করেন মাত্র ৯ রান। তামিম আউট হলেও ইনিংসের শুরু থেকেই বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিলেন নাজমুল হোসেন শান্ত।

রোচ, গ্যাব্রিয়েলদের বিপক্ষে বেশ সাবলীল ব্যাটিং করেন নাজমুল। তবে তাকে থামতে হয় দলীয় ৬৬ রানে। সাদমানের সঙ্গে ভুল বোঝাবোঝিতে ব্যক্তিগত ২৫ রান করে রান আউটের শিকার হন নাজমুল। চট্টগ্রামে বড় স্কোরের দেখা পাননি অধিনায়ক মুমিনুল। ৫৮ বলে তিন চারে ২৫ করে আউট হন তিনি।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ (১ম ইনিংস) ২৪২-৫ (সাদমান ৫৯, সাকিব ৩৯*, মুশফিক ৩৮, লিটন ৩৪*: ওয়ারিক্যান ৩-৫৮)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *