রাউজানে জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা বলেছেন, দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সবাইকে স্বোচ্চার থাকতে হবে। কোনো অবস্থাতেই যেন অনুপ্রবেশকারীরা যেন দলে ভিড়তে পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে।
রবিবার (৩ নভেম্বর) বেলা ৩ টায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন সমুহের ব্যবস্থাপনায় উপজেলা মুন্সির ঘাটাস্থ দলীয় জাতীয় চার নেতার স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, ভূপেষ বড়ুয়া, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, শাহা আলম, সহ দপ্তর সম্পাদক হাছান রাসেল, মহিলা বিষয়ক সম্পাদিকা রেহেনা আফরোজ, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহছান হাবীব হাছান, আওয়ামী লীগ নেতা রবিন্দ্র লাল চৌধুরী, রুনু ভট্টাচার্য, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সচিম শওকত হোসেন, উপজেলা যুবলীগ নেতা তপন দে, মহিউদ্দিন ইমন, কায়ছার উদ্দিন আহমেদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক খোকন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ প্রমুখ।
সভাশেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।
Leave a Reply