কর্মের মাঝে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন দুলাল বড়ুয়া : সাংসদ ফজলে করিম চৌধুরী

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি, সমাজ সেবক, শিক্ষানুরাগী প্রয়াত দুলাল কান্তি বড়ুয়ার মৃত্যুতে শোক সভা উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগের‌ সাধারন সম্পাদক মো: শ‌ফিউল আলম ও প্রচার সম্পাদক উৎপল মহাজন অরু‌নের যৌথ সঞ্চালনায় সংগঠ‌নের ভারপ্রাপ্ত সভাপ‌তি আলহাজ শেখ সিরাজুল ইসলামের সভাপ‌তিত্বে অনু‌ষ্টিত হয়।

এ‌তে প্রধান‌ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন এ‌ বি এম ফজ‌লে ক‌রিম চৌধুরী এমপি। বি‌শেষ‌ অতি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন একু‌শে পদক প্রাপ্ত ড: বি‌কিরন প্রসাদ বড়ুয়া, রাউজান আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক ক‌ফিল উ‌দ্দিন চৌধুরী, রাউজান উপ‌জেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ, উর‌কিরচর ইউ‌নিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সো‌হেল, রাউজান উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি আলহাজ নুরুল‌ আবছার মিয়া, ১১ নং প‌শ্চিম গুজরা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান লায়ন শাহাবু‌দ্দিন আ‌রিফ, নোয়াপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান‌ বাবুল মিয়া, এ‌তে আ‌রো বক্তব্য রা‌খেন উপ‌জেলা আওয়ামী লী‌গের‌ মানব শিক্ষা বিষয়ক সম্পাদক বাবু ত্রিদীপ বড়ুয়া, উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সা‌বেক সাধারন সম্পাদক আলহাজ নুরুল আ‌মিন, উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি এস এম আবদুল ম‌জিদ, মো: আলী আকবর, বীর মু‌ক্তিযোদ্ধা এস এম হারুনুর রশীদ, সৈয়দ না‌ছের‌ মেম্বার, যুগ্ম সম্পাদক মো:আয়ুব, আইন‌ বিষয়ক সম্পাদক বাবু তাপস বড়ুয়া, রাউজান উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের আহবায়ক এস এম জাহাঙ্গীর‌ আলম সুমন, উর‌কিরচর‌ ইউনিয়ন আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ম‌হিউ‌দ্দিন ইমন, সি‌নিয়র সদস্য ক‌বি আব্দুল মন্নান খানঁ , ইউ‌পি সদস্যদের ম‌ধ্যে মো: মাহবুবুল আলম, মো: জাহাঙ্গীর সওদাগর, ‌মো; র‌ফিকুল আলম, মো: নুরুল আবছার, মো: সে‌লিম উ‌দ্দিন, মো; কাওসার, অ‌মিত বিজয় বড়ুয়া, ম‌হিলা সদস্য জয়া বড়ুয়া, ফা‌তেমা বেগম, ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি/সম্পাদক‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন বাবু রনধীর বড়ুয়া, শ্রীকান্ত চৌধুরী, র‌ফিক কন্ট্রাক্টর, মো: ইসমাইল, মো: ওসমান গ‌নি, মো: জ‌সিম উ‌দ্দিন, প্রদুৎ বড়ুয়া মিঠু, যুব‌নেতা সৈয়দ সা‌জেদুল ক‌রিম সাজু, সৈয়দ র‌বিউল হো‌সেন আ‌রিফ, ম‌নিরুল ইসলাম, আরমান হো‌সেন, উর‌কিরচর ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি নুরুল আ‌জিম জু‌য়েল, সাধারন সম্পাদক ম‌নিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক লোকমান‌ আনচারী, সৈয়দ ছৈয়দুল হক, দক্ষিন রাউজান থানা ছাত্রলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি মো: জা‌হেদুল আলম, ছাত্র‌নেতা নাজমুল রায়হান, প্রচার সম্পাদক মো: রায়হান, রাসু নাথ, রসুল মিয়া, সহ উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলী‌গের কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *