২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা হেঁয়াকো বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় একটি গোয়ালঘরে বাঁধা অবস্থায় একটি গাভী ও তার সাথে থাকা দুটি বাচুর আগুনে পুড়ে মারা গেছে।
তাছাড়া অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে দুটি বসতঘর ও একটি ফার্নিচারের দোকান। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
আগুন লাগার খবর পেয়ে রামগড় ফায়ার স্টেশন থেকে একটি গাড়িতে করে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছালেও ওই এলাকার কাছে কোন জলাশয় না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ‘লিডার’ মো. জসিম উদ্দিন জানান, সোমবার রাত ১১ টার দিকে আগুন লাগার খবর পেয়ে একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌছালেও দুর থেকে পানি সংগ্রহের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াই ঘন্টা সময় লাগে। রাত প্রায় ২টার সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তিনি তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে না পারলেও এ ঘটনায় আবদুর রব ও আবদুল মান্নান নামে দুই ভাইয়ের দুটি মাটির দেয়ালের টিনের ছাউনির বসতঘর এবং টিনের বেড়া ও ছাউনির মিল্লাত ফার্নিচার পুড়ে যায়।
তাছাড়া পুড়ে যাওয়া একটি বসতঘরের রান্নাঘর সংলগ্ন একটি গোয়ালঘরে একটি গাভি ও দুইটি বাছুর বাঁধা অবস্থায় পুড়ে মারা গেছে বলে তিনি নিশ্চিত করেছেন।
২৪ ঘণ্টা/রাজীব
Leave a Reply