কক্সবাজারের মাছ ধরার ট্রলারে ১৪০ প্যাকেটে ১৪ লাখ ইয়াবা, আটক ২

কক্সবাজার ইয়াবার বৃহৎ চালান আটক ২

ডেস্ক নিউজ : কক্সবাজার সদরের চৌফলদন্ডী ঘাট এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জেলার সর্ববৃহৎ ইয়াবার চালানটি জব্দ করতে সক্ষম হয়।  

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বেলা আড়াই টার দিকে অভিযান চালিয়ে সমুদ্র পথে পাচার হয়ে আসা সাত বস্তা ভর্তি ১৪ লাখ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। এসময় পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করার পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ার ছড়া মো. নজরুল ইসলামের ছেলে মো. জহিরুল ইসলাম ফারুক (৩৭) ও একই এলাকার মো. মোজ্জাফরের ছেলে মো. বাবু (৫৫)।

কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়।

অভিযানে মাছ ধরার একটি ট্রলারে ইয়াবা ভর্তি সাতটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো থেকে ১৪০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার করে ইয়াবা রয়েছে।

তিনি জানান, এ চালানটি কক্সবাজারের সর্ববৃহৎ ইয়াবার চালান। বৃহৎ এ ইয়াবা চালানটি পাচারে জড়িত ২ জনকে আটক করার পাশাপাশি ইয়াবা পাচারে ব্যবহৃত মাছ ধরার ট্রলারটিও জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

২৪ ঘণ্টা/আর এস

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *