ঢাকা টেস্টে এনক্রুমাহ বনার এবং জশুয়া ডি সিলভার ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন শেষে ব্যাট হাতে ৭৪ রান করে অপরাজিত রয়েছেন বনার এবং ২২ রান করে অপরাজিত রয়েছেন জশুয়া ডি সিলভা।
প্রথম সেশনেও বাংলাদেশের বোলারদের ধৈর্যর পরীক্ষা নিয়েছিল ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ওই সেশনে মাত্র একটি উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় সেশনে ঠিকই ঘুরিয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ। চা-বিরতির সেশনে ক্যারিবীয়দের তিনটি উইকেট ফেলতে সক্ষম হয়েছিল টাইগাররা। ১৪৬ রানে চার উইকেট হারিয়ে প্রথম দিনের শেষ সেশন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
তবে আগের সেশনে ব্যাট হাতে বাজে একটা সময় কাটালেও শেষ সেশনে এসে ফের বাংলাদেশের বোলারদের ধৈর্য পরীক্ষা নিয়েছেন জার্মাইন ব্ল্যাকউড এবং এনক্রুমাহ বনার। তাইজুল-নাঈম-মিরাজদের বেশ দেখে শুনেই ধৈর্যর সঙ্গে ব্যাট করেন এই দুই ব্যাটসম্যান। এই দুজনের জুটি ভাঙে দলীয় ১৭৮ রানে। তাইজুলের করা বলটিতে, তার হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ব্ল্যাকউড। সেই সাথে শেষ হয় তার ৭৭ বলে ২৮ রানের ইনিংসও।
দলীয় ১৭৮ রানে পঞ্চম উইকেটের পতন হলে সেখান থেকে বনারের সঙ্গে দলের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জশুয়া ডি সিলভা। মিরাজের বলে একবার বনার একবার এলবিডব্লুর শিকার হলে পরবর্তীতে রিভিউ নিয়ে সে যাত্রায় বেচে যান বনার। তারপর থেকেই তাইজুল-রাহীদের বলে ধীরে ধীরে রান তোলেন ডি সিলভা এবং বনার।
অন্যপাশে উইকেটের খোঁজে ছিলেন বাংলাদেশের বোলাররা। বারবার বোলিংয়ে পরিবর্তন এনেও উইকেট যেন ধরা দিচ্ছিল না বাংলাদেশের বোলারদের কাছে। শেষ সেশনে মাত্র একটি উইকেট সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। বনার এবং ডি সিলভা জুটি প্রথম দিন শেষে স্কোরবোর্ডে তুলেছেন ৪৫ রান। টাইগারদের হয়ে দুটি করে উইকেট লাভ করেছেন আবু জায়েদ এবং তাইজুল।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) ২২৩-৫ (বনার ৭৪*, ডি সিলভা ২২*, ব্র্যাফেট ৪৭, ক্যাম্পবেল ৩৬: রাহী ২-৪৬)
Leave a Reply