সাংবাদিক হত্যার ও নির্যাতনের প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : নোয়াখালীর বসুরহাটে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যা ও বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবরের উপর হামলার বিচারের দাবীতে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকাল ৩ টায় রাউজান উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি প্রবীণ সাংবাদিক শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম, জাহেদুল আলম, এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, এম. নেজাম উদ্দিন রানা, এম. রমজান আলী, কামাল উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা কারো পক্ষে বা বিপক্ষে নয়। আমরা সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে। অতীতে সংগঠিত সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় সাংবাদিক হত্যা ও নির্যাতন এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছ।

বক্তারা নোয়াখালীতে সাংবাদিক হত্যা, বোয়ালখালীতে সাংবাদিকের উপর হামলা ও হুমকির তীব্র নিন্দা প্রকাশ করেন। সেই সাথে সাংবাদিক হত্যা ও নির্যাতনের জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

২৪ ঘণ্টা/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *