সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলায় চট্টগ্রাম জেলা পরিষদের বিভিন্ন অবকাঠামো উন্নয়নে বিশেষ অবদান রাখায় জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চক্রবাক ক্লাব।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ঘোড়ামরা বেড়ীবাঁধ সংলগ্ন মাঠে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
চক্রবাক ক্লাবের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস.এম আল মামুন।
তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সরকারের উন্নয়নের পরিধি বাড়াতে জেলা পরিষদ সদস্য পদটি গঠন করা হয়। প্রথমবারের মতো জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়ে আ.ম.ম দিলসাদ ইতোমধ্যে সীতাকুণ্ড ও মীরসরাই (আংশিক) ব্যাপক উন্নয়নমূলক কাজ করে দুই উপজেলাবাসীর জনপ্রিয়তা অর্জন করেছেন।
ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সালাম এর সঞ্চালনায় অনুুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চক্রবাক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ৮ নং সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, এডিশনাল পিপি এডভোকেট ভবোতোষ নাথ, ইম্পেরিয়াল হাসপাতালের সিএফও ও কোম্পানি সচিব এম মনোয়ারুল হক (এফসিএমএ), ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন খোকন, সাবেক সভাপতি একরামুল হক আজাদ, ফেরদাউস আকবর, মফিজুর রহমান সাজ্জাদ, সুফিউর রহমান টিপু, সাবেক সাধারণ সম্পাদক এটিএম এনায়েত উল্লাহ, আ ম ম জায়াদ, আজীবন সদস্য নাজমুল হাসান,পৃষ্ঠপোষক সদস্য শমসের আলী চৌধুরী, ইউপি সদস্য মোঃ জহুরুল আলম, ছাত্রনেতা শাহরিয়ার রাশেদ প্রমূখ।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply