চসিকের আলকরণ ওয়ার্ডে মাসুম কাউন্সিলর নির্বাচিত

স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আবদুস সালাম মাসুম। আজ রবিবার সকাল থেকে কোনো ধরনের সংঘাত-সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে এই ওয়ার্ডের সাতটি কেন্দ্রে ভোটগ্রহণশেষে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান লাভ লেইনের আঞ্চলিক নির্বাচন কার্যলয় থেকে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলে আবদুস সালাম লাটিম প্রতীক নিয়ে ৩ হাজার ৩৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসির আরাফাত মিষ্টি কুমড়া প্রতীকে পান ৭৭০ ভোট। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। বিএনপি সমর্থিত দিদারুর রহমান রেডিও প্রতীকে পান ৩৫৮ ভোট। ঠেলা গাড়ি প্রতীকে মো. হানিফ ভূঁইয়া পেয়েছেন ২৫ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিল ১৫ হাজার ১৯০ জন। ভোট পড়েছে ৪ হাজার ৫০৩টি, যা মোট ভোটারের ২৯ দশমিক ৬৪ শতাংশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *