চট্টগ্রামে আমাদের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : জাতীয় দৈনিক আমাদের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সুধী সমাবেশ পহেলা মার্চ সোমবার সকালে চট্টগ্রাম নগরীর সিআরবিস্থ তাসফিয়া গার্ডেনে হলে অনুষ্টিত হয়।

আমাদের কন্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ আলাউদ্দীনের সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার মোঃ পারভেজে’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সাবেক প্রশাসক, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট ডাঃ মাসুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক, কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, আওয়ামী লীগ নেতা মোঃ রোশাঙ্গীর আলম, রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মহিউদ্দীন ইমন, সহ-সভাপতি আহমেদ সৈয়্যদ, সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দিন রানা, সাংবাদিক এম জাহাঙ্গীর নেওয়াজ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এস এম আজিজ, আ.লীগ নেতা মোঃ আব্দুল কাইয়ুম, যুবলীগ নেতা মোঃ মামুন, মোঃ নিজাম উদ্দীন, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুদ্দিন সাইফ, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন লিংকন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বকতিয়ার হোসেন, মোহাম্মদ আরফান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব খোরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রাম হচ্ছে প্রাচ্যের রাণী। দেশের অর্থনীতি চাঙ্গা রেখেছে চট্টগ্রাম। চট্টগ্রামের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় চট্টগ্রামবাসী কৃতজ্ঞ। সরকারের পাশাপাশি এই শহরের নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। সকলের সন্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম হবে সত্যিকার অর্থে নান্দনিক একটি শহর। তিনি আরো বলেন, চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

আলোচনা সভা শেষে দৈনিক আমাদের কন্ঠের ১৪ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *