বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন করার তাগিদ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি মঙ্গলবার (২ মার্চ) ভিডিও কনফারেন্সে বহদ্দারহাট-বোয়ালখালী রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছালেম উদ্দিন আহমদ এমপিকে এ তাগিদ দেন।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার কাছে আমার অভিযোগ রয়েছে যে, দীর্ঘ দিন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয় না। চট্টগ্রামে কিন্তু সম্মেলন পাহাড়ের তিনটি জেলায় হয়ে গেছে। উত্তর জেলার হয়ে গেছে। দক্ষিণ জেলা এবং মহানগরে সম্মেলন করা খুবই জরুরী। এ বিষয়টিতে নজর দেবেন। অনতি বিলম্বে সম্মেলনের সিদ্ধান্ত নেবেন। এটা প্রধানমন্ত্রী ইচ্ছা, আমি আপনাকে জানিয়ে দিলাম।’
এর প্রতি উত্তরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, ‘আমি আপনাকে জ্ঞাত করছি, খুব সহসা সভা ডেকে ও আপনাদের সাথে পরামর্শ করে সহসাই দক্ষিণ জেলার সম্মেলনের তারিখ আপনাদের জ্ঞাত করবো। এ ব্যাপারে আপনি আশ্বস্ত থাকতে পারেন।’
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে কেন্দ্রীয় নেতারা জেলার শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করে তৃণমূলের পাশাপাশি জেলা কমিটির সম্মেলনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। ওই বছরের ২০ ও ২১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় দলের জাতীয় সম্মেলনের আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন আর হয়নি। এ কারণে মেয়াদোত্তীর্ণ জেলা আওয়ামী লীগের কমিটিই বহাল থাকে।
তবে ওই সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানিয়েছিলেন, ‘ ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে আমাদের জেলা কমিটির (চট্টগ্রাম দক্ষিণ) সম্মেলন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-নগর আংশিক) আসনের উপনির্বাচনের কারণে দক্ষিণ জেলা কমিটির সম্মেলন না করতে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল।
২০১২ সালের ২৩ ডিসেম্বর মোছলেম উদ্দিন আহমদকে সভাপতি ও মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
২০১৯ সালের ৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর।
এর আগে ওই বছরের ২৭ অক্টোবর নগরীতে দলের চট্টগ্রাম বিভাগীয় বর্ধিত সভায় আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ করার নির্দেশনা ছিল।
২৪ ঘণ্টা/পূজন
Leave a Reply