পার্কে বেড়াতে যাওয়ার পথে সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোঃ আবদুল্লাহ আল ফয়সাল (২১) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকাল সাড়ে তিনটার সময় উপজেলার মীরেরহাট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোঃ রাফসান (২০) নামের অপর আরোহী আহত হয়। নিহতের পিতার নাম মোঃ রিপন। দুইজনই উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫ ওয়ার্ডের বান্নিয়ার পাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, দুপুরে দুই মোটর সাইকেল যোগে মিরসরাইয়ের আরশী নগর পার্কে বেড়াতে যাওয়ার পথে মীরেরহাটস্থ বটতল এলাকায় পৌঁছলে ঢাকামূখী একটি ট্রাক মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় গুরুত্বর আহতবস্থায় স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তাররা ফয়সালকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আহত রাফসানকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদ। এদিকে দূর্ঘটনার বিষয়ে জানতে কুমিরা হাইওয়ে পুলিশকে বারবার ফোন করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

২৪ ঘণ্টা/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *