নয়া মিশন : গাইবেন হায়দার, মডেল জাহিদ আর নৃত্য নির্দেশক মৌ’

জনপ্রিয় তারকা জাহিদ হাসান। তার অভিনয় মানেই অন্যরকম বিনোদন। ছোট বড় দুই পর্দাতেই তিন সমান জনপ্রিয়। অন্যদিকে আধুনিক ক্লাসিক ঘরানার গানের জন্য বিখ্যাত সঙ্গীতশিল্পী হায়দার হোসেন।

তার গাওয়া গানগুলো অনেকটা জীবনমুখীও বটে। এবার তারই গাওয়া গানের একটি মিউজিক ভিডিওতে মৌকে সাথে নিয়ে ব্যতিক্রমী এক নয়া মিশনে নেমেছে জাহিদ হাসান ও নাবিলা।

জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেনের নতুন গান ‘অল্প বয়সী বউ’ গানে জাহিদ হাসান আবারও মডেল হিসেবে কাজ করেছেন। গানের কথা লেখার পাশাপাশি সুরও করেছেন শিল্পী হায়দার হোসেন। হায়দারের নতুন এ গানে জাহিদ হাসানের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন ছোটপর্দার এ সময়ের প্রিয় মুখ নাবিলা ইসলাম। মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন জাহিদ হাসান নিজেই।

তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘পুষ্পিতা ভিজ্যুয়াল’-এর ব্যানারে এটি নির্মিত হয়েছে। সঙ্গীত পরিচালনা করেছেন অনিক ফয়সাল। গানটির মাধ্যমে বেশ কয়েকটি চমক দিচ্ছেন এ শিল্পী। গেল শনি ও রোববার গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। সিনেমাটোগ্রাফি করছেন আনোয়ার হোসেন বুলু।

তবে এ গানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রথমবারের মতো বাংলাদেশের কিংবদন্তি মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ফারহানা খান তান্না কোনো মৌলিক গানের নৃত্য পরিচালনা করলেন।

জাহিদ হাসান বলেন, ‘হায়দার হোসেনের অনুরোধে গানের ভিডিওতে কাজ করা। তিনি আমার পছন্দের একজন শিল্পী। তার গানের কথা, সুর ও সংগীতায়োজেনে ভিন্নতা আছে। ভিডিওতে আছে মজার গল্প, যে জন্য মিউজিক ভিডিও পরিচালনা করেও আনন্দ পেয়েছি।

একই সঙ্গে ভালো লাগার বিষয় হলো- সাদিয়া ইসলাম মৌ ও ফারহানা খান তান্নাকে ভিডিওর জন্য নৃত্যপরিচালক হিসেবে পাওয়া। কাজের শুরু থেকে শেষ পর্যন্ত তারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।

অবশ্য মৌ ও তান্নার ভাষ্যমতে, তাদের নানাভাবে সহযোগিতা করেছেন আরেক গুণী নৃত্যপরিচালক কবিরুল ইসলাম রতন। মৌ ও তান্নার বন্ধুত্বের বয়স ত্রিশ বছরেরও বেশি। সে হিসাবে তিন দশকের বেশি সময়ের পথচলায় এবারই প্রথম তারা মৌলিক কোনো গানের নৃত্য পরিচালনা করলেন।

মৌ বলেন, ‘সত্যি বলতে কী, দীর্ঘদিনের এ পথচলায় আমাদের কেউ কখনও কোনো গানের নৃত্য পরিচালনার কথা বলেওনি, তাই করাও হয়ে ওঠেনি। জাহিদ যখন গানটির বিষয়ে আমাদের সঙ্গে আলোচনায় করে এবং আমাদের সহযোগিতার কথা বলে তখনই আসলে আমরা গানটির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে নেই। গানটিতে নাচের অংশটুকুর নির্দেশনা দিয়েছি আমরা।

গানটি শিগগিরই হায়দার হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এ সঙ্গীতশিল্পী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *