সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মংকরই (৪০) নামে এক ত্রিপুরা নারী নিহত হয়েছে। এঘটনায় আরো এক ত্রিপুরা নারী আহত হয়।
আজ শুক্রবার(১২ মার্চ) সকাল পৌনে ১০ টার সময় উপজেলার বার আউলিয়াস্থ সোনাইছড়ি ইউপি সড়কের মাথায় মহাসড়কে এঘটনা ঘটে। নিহত মংকরই ত্রিপুরা বার আউলিয়াস্থ ফুলতলা জুন্মা পাড়ার পদ্ম ত্রিপুড়ার স্ত্রী।
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই বাবুল মিয়া ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
জানা যায়, নিহত মংকরইসহ কয়েকজন ত্রিপুরা অধিবাসী ফুলতলা থেকে সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলায় যাওয়ার জন্য বের হয়ে গাড়িতে উঠার জন্যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকামূখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে একজন নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মংকরই ত্রিপুরার ছোট ভাই কাঞ্চন ত্রিপুরা এবং ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আজম।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply