সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যাপী টি টেন ক্রিকেট টূর্ণামেন্ট শুরু হয়েছে।
ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে শুক্রবার বিকালে বিজয় স্মরণী কলেজ মাঠে উক্ত খেলার উদ্বোধন করেন ভাটিয়ারী স্টিলের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন। টুর্ণামেন্টে ১৬ টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে আবদুল হাকিম মাইজভাণ্ডারী সংসদ বনাম ইলেভেন ইমাজেন্সি ক্রিকেট অ্যাক্যাডেমি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আনোয়ার, আওয়ামী লীগ নেতা জাফর উল্লা চৌধুরী, মোহাম্মদ সেলিম, রতন বাবু, যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, মাসুদ করিম, আব্দুল করিম মাস্টার, এছাড়া পরিচালনা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শাহীন আহমেদ, সাইফুল ইসলাম, আমজাদ হোসেন বাবলু, নাহিদুল ইসলাম আরমান, কাজি রাকিব, জিল্লু, আজাদ, সাকিব, সাব্বির, হৃদয়সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply