রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযান

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানের ফকির হাট বাজার ও দক্ষিণ রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে সাত হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। এ সময় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় পথচারী ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

সোমবার বিকেল চারটায় উপজেলার ফকিরহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে অভিযানে ভোক্তা অধিকার ও পরিবহন আইনে নুরজাহান মিষ্টি মহলকে তিন হাজার, চাঁন্দের গাড়ীর (চট্টগ্রাম-গ ৪১৪০) সাকিবকে দুই হাজার, চাল ব্যবসায়ী ফারুককে পাঁচ হাজার, মুদি দোকানদার প্রসেনজিৎ দাশকে দুই হাজারসহ মোট সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

একইদিন উপজেলার দক্ষিণ রাউজানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, জেলা প্রশাসকের নির্দেশে রাউজানে নিয়মিতভাবে ভ্রাম্যমান আদালতের অভিযান চলবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া বের হলে জরিমানা করা হবে।

২৪ ঘণ্টা/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *