রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে টানা দ্বিতীয় দিনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯ হাজার টাকায় জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলার ফকিরহাট বাজার ও মুন্সিরঘাটা এলাকায় ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
এ সময় ভোক্তা অধিকার আইনে মুদির দোকানী মিলন দাশ গুপ্তকে ৩ হাজার, মুরগীর দোকানী বাহার মিয়াকে ১ হাজার ও মাংসের দোকানী জাহাঙ্গীর আলমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাঙ্গামাটি থেকে ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফ মুখি একটি পিকআপে ১২জন যাত্রী মাস্ক না পড়ায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে পথচারী ও যাত্রীদের যাদের মাস্ক ছিলনা তাদেরকে উপজেলা প্রশাসনের লোগো সম্বলিত মাস্ক প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
২৪ ঘণ্টা/নেজাম
Leave a Reply