সড়ক বন্ধ করে সাইকেল র‌্যালির প্রতিবাদ করায় প্রাণ হারায় যুবক

সড়ক বন্ধ করে প্রতিবাদ করায় আগ্রাবাদে যুবক খুন

২৪ ঘন্টায় চট্টগ্রাম : চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় সড়ক অবরোধ করে সাইকেল র‌্যালি করার প্রতিবাদ জানাতে গিয়ে খুন হলেন মো. হাশেম খান নামে ৩৩ বছর বয়সী এক যুবক। তিনি নগরীর হালিশহর রঙ্গিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আজ বুধবার (১৭ মার্চ) দুপুরে নগরীর ডবলমুরিং থানা আগ্রাবাদ জাম্বুরি পার্ক সংলগ্ন এলাকায় খুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।

তথ্যটি নিশ্চিত করে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বললেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, আটককৃতদের বেশিরভাগই আগ্রাবাদ ইস্টার্ণ বয়েজ ক্লাব নামে একটি সংগঠনের সদস্য। তারা সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জাম্বুরি পার্ক এলাকায় সাইকেল র‌্যালি করছিলো।

ওইসময় রিকশাযোগে জরুরি কাজে বাসায় যাচ্ছিলেন যুবক হাশেম। সড়ক বন্ধ করে র‌্যালি করার প্রতিবাদ করলে তার উপর চড়াও হয় সাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীরা।

পরে হাশেমের প্রতিবাদে একমত পোষণ করে আশেপাশের আরো কয়েকজন এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয়। পিটুনীতে এক পর্যায়ে গুরুতর আহত হয় হাশেম, সজীব, আরমান ও রবিউল।

পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় যুবক হাশেম। আহত অপর তিনজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানায় ওসি।

২৪ ঘন্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *