কামরুল ইসলাম দুলু : স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং এলজিএসপি-৩ এর অর্থায়নে ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবার লক্ষ্য একটি অ্যাম্বুলেন্স প্রদান, ইউনিয়নের আবর্জনা অপসারণের জন্য ১০ টি ভ্যান গাড়ি এবং ইউনিয়নের তিন হাজার স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দীনের সভাপতিত্বে বুধবার সকাল ইউপি চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি ইউপি চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে শেষ হয়। বিতরণ কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে যৌথভাবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা মোঃ ফেরদৌস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী শেলী, ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন মাসুম, কামাল উদ্দিন, অহিদুল আলম, মাইনুদ্দিন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস শুক্কুর , আওয়ামী লীগ নেতা আবদুল হাদী, মোহাম্মদ আলম, সাবেক ছাত্রলীগ নেতা কাজী দিদার, ৩ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আলমগীর, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, সোহেল রানা, শামসুল আরেফিন, জামাল উদ্দিন, মোঃ জাফর আহমদ চৌধুরী, ছাত্রলীগ নেতা শাহিন আহমেদ, আলতাফ মাহমুদ, নাহিদুল ইসলাম আরমান, আমজাদ হোসেন বাবলু, রাকিন, রাশেদ, ইমন, তুষার, আজাদ, ইফতি, শাকিব, ইকবাল হোসেন ও টিটু।
Leave a Reply