সচিবের আত্মীয় পরিচয়দানকারী আজিজের প্রতারণা ফাঁস, গ্রেফতার

মন্ত্রীপরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ শফিউল আলমের নিকটাত্মীয় ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে একাধিক লোকের সর্বনাশ করেছে পটিয়া উপজেলার মনসারটেক এলাকার নুরুল আলমের ছেলে আজিজুর রহমান আজিজ। নারীদের সাথেও প্রতারণার আশ্রয় নিয়ে বিয়ের কথা গোপন রেখে একাধিক বিয়েও করেছেন এ প্রতারক। 

তার প্রতারণার শিকার ভুক্তভোগী নাহিম হাসানের অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে ধরা পড়ার পর প্রতারক আজিজের প্রতারণার নানা কৌশল ফাঁস হয়। মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা থেকে প্রতারক আজিজকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, মুখ্য সচিবের আত্মীয় পরিচয় দিয়ে প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক, পুলিশের এস.আই পদে ও কাস্টমসসহ বিভিন্ন সরকারি দপ্তরে সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে এমবিবিএস পরিচয়দাকারী ভূয়া চিকিৎসক আজিজের বিরুদ্ধে।

ওয়েলফুড কোম্পানীর খুলশী শাখায় কর্মরত নিরাপত্তা প্রহরী নাহিম হাসান (২২) এ ধরনের একটি অভিযোগ নিয়ে বাকলিয়া থানায় লিপিবদ্ধ করেন।

তিনি তার অভিযোগে উল্লেখ করেন তাকে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিকস্থ আরোহী ট্রেডার্স নামক একটি দোকান বসে নগদ দুইলক্ষ টাকা গ্রহন করেন আজিজ। দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি দিতে না পারায় আজিজের কাছে তার টাকা ফেরৎ চাইতে গেলে উল্টো সে বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি ধমকি দেন। প্রাণে মেরে ফেলারও হুমকি দেন আজিজ।

ভুক্তভোগীর অভিযোগ পেয়ে মঙ্গলবার সকালে আজিজকে গ্রেফতার করতে গেলে সে পুলিশকেও তার ভুয়া পরিচয় দিয়ে হুমকি ধমকি দিয়ে গ্রেফতার এড়ানোর চেষ্টা করে।

এ বিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আজিজ সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক জনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে তাদেরকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর হুমকি দিতেন। এছাড়া নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবী করে বিভিন্ন নারীর সাথে সম্পর্ক তৈরি করে এবং নিজের বিয়ের কথা গোপন রেখে এক আইনজীবিকে বিয়ে করারও অভিযোগ পাওয়া যায়।

এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানান ওসি নেজাম উদ্দিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *