সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড পুরাতন জাহাজের ইলেকট্রিক ক্যাবল ব্যবসায়ী সমিতির আত্মপ্রকাশ ও নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সন্ধ্যায় ভাটিয়ারীস্থ গাল্ফ ক্লাব সংলগ্ন একটি রেস্টুরেন্টে উক্ত অভিষেক অনুষ্ঠিত হয়।
সমিতির নব নির্বাচিত কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর এর সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিপ্লাস টিভি ও দৈনিক ভোরের দর্পণের সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু, আর টিভি প্রতিনিধি সাইফুল মাহমুদ, ব্যবসায়ী লোকমান হোসেন।
বক্তব্য রাখেন সমিতির নব-নির্বাচিত সহ-সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলমসহ সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, হাজি মোঃ আলমগীরকে সভাপতি ও ফারুক আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তারা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply