কোন কোন মানুষ তার বৃত্তের বাইরেও সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার তাগিদে কাজ করে যায় মানুষের জন্য সমাজের জন্য। সৎ কর্ম ও সেবার মানসিকতা মনে এনে দেয় শান্তি ও তৃপ্তি। তাই মানুষকে ভালোবেসে সমাজের জন্য নিরন্তর কাজ করাকেই তারা ব্রত হিসেবে গ্রহণ করে নানা প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার মাঝেও।
অধ্যাপক এসএম আইয়ুব এমনি এক কর্মপরায়ন ও সেবা এবং শিক্ষানুরাগী যে তার নিজ এলাকায় বঞ্চিত ও পশ্চাদপদ মানুষের জন্য গত এক যুগ ধরে কাজ করে চলেছেন। মূলত একজন কলেজ শিক্ষক হলেও তিনি রোজগারের একটি বড় অংশ ব্যয় করেছেন তার নিজ এলাকা কাথারিয়ার হত দরিদ্র শিক্ষা বঞ্চিত মানুষের জন্য। তার এলাকায় একটি প্রথিমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তার জিবনের সমস্থ উপাজর্ন শ্রম ও মেধা দিয়ে। যুক্ত হয়েছেন নানামূখি সেবামুলক কর্মকান্ডের সাথে । নগরীর হাজেরা তুজ কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের কৃতি এ শিক্ষক যেন শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার মহান কাজকে জীবনের ব্রত হিসেবে গ্রহন করেছেন । এলাকায় কাজ করতে গ্রাম্য নোংরা রাজনীতি এবং ঈর্ষা ও হিংসার কবলে পড়েছেন বহুবার । তবুও থেমে থাকেননি। তাই এলাকার মানুষ তাকে যথাযথ সম্মান দিতেও ভুল করেনি।
গত ৬ মার্চ এলাকাবাসীর উদ্যোগে তারই প্রতিষ্ঠিত বাশঁখালীর কাথারিয়া বাগমারা মাষ্টার আবু আহমেদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধিত করা হয়।
সংবর্ধনা সভায় ইউনুস তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম পি। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বাকশিস সভাপতি ও হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ দবির উদ্দিন খান।
সংবর্ধিত হয়ে অধ্যাপক এস এম আইয়ুব বলেন “আমি জনপ্রতিনিধি হতে চাইনা আমি আপনাদের মনোপ্রতিনিধি হতে চাই।আপনাদের ভালোবাসা চাই।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুজিবুল হক চৌধুরী, বাশঁখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুখ আহমদ, বাশঁখালী হামিদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জমির উদ্দিন নেছারী।ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরিফী, কাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইবনে আমিন, প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া, সরল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবছার উদ্দীন চৌধুরী ঝান্টু, সাবেক ছাত্র নেতা গাজী জাহেদ আকবর জেবু, ব্যাংক কর্মকর্তা কবি নুর মোহাম্মদ, পৌর কৃষকলীগের সভাপতি মানিকুল আলম মানিক
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেজামুল হক চৌধুরী,মনিরুল মন্নান, বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি আলী আকবর, আকতার হোসেন,মাহমুদুল ইসলাম, মৌলানা নুরুল হক,জয়নাল আবেদিন, মনিরুলহাসান প্রমুখ।
এ সময় প্রধান অতিথি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম পি এলাকায় দুটো রাস্তা ব্রিক সলিন, মাস্টার আবু আহমদ সপ্রাবি কে চারতলা ভবনে উন্নীত করন এবং আব্বাস আলী মসজিদের জন্য দশ হাজার টাকার দেয়ার ঘোষণা দেন।
Leave a Reply