ফটিকছড়িতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

ফটিকছড়ি প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও মাদ্রাসাশিক্ষার্থীদের হতাহতের প্রতিবাদে (২এপ্রিল) শুক্রবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়িতেও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতের নেতা কর্মীরা।

বাদে জোহর উপজেলার নাজিরহাট ঝংকার মোড়ে মাওলানা আবু মাকনুন মুহাম্মদ আজিজীর সঞ্চালনায় মিছিল পরবর্তী এক সমাবেশে সভাপতিত্ব করেন বাবুনগর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব। এসময় হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘গ্রেফতার আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে কোনো পুরুষ থাকতে পারছেন না। কিন্তু প্রকৃত দোষীরা গ্রেফতার হচ্ছে না। উল্টো ওইদিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের গ্রেফতার-হয়রানি করা হচ্ছে।

এসময় তারা আরো বলেন, সরকার মাদরাসা থেকে ছুরি উদ্ধার করে ছাত্রদের সন্ত্রাসী বানাতে চাচ্ছে। সেগুলো কোরবানির ছুরি ছিল। যেগুলো না হলে দেশের পশুপাখির গোশত হালালভাবে খেতে পারতেন না। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাজিরহাট বড় মাদরাসার মুহাতামিম মাওলানা হাবিবুর রহমান, কাসেমি, মাওলানা ইহয়াহ, মাওলানা মোজাহের, মাওলানা মাহমুদ শাহ, মুফতি একরাম প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *