রাউজান পৌর এলাকায় উন্নতমানের ডাস্টবিন বসানোর কার্যক্রম শুরু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য বসানো হচ্ছে উন্নতমানের ডাস্টবিন। গতকাল বিকেলে পৌর এলাকার গহিরা চৌমুহনীতে ডাস্টবিন বসানোর কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ।

এ সময় পৌর মেয়র যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বসানো ডাস্টবিনে ফেলার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুবলীগ নেতা সিরাজুল মনির শাওন, সাবের উদ্দিন, সবুজ দে ভানু, আজাদ খান, ছাত্রলীগ নেতা তানভীর হাসান চৌধুরী, আরমান সিকদার, নাসির উদ্দিন, সংগঠক মঈনুদ্দীন জামাল চিশতি, বেলাল হোসেন সিফাত, মোঃ জুয়েল, ইমন, তৌহিদ, অন্তু প্রমুখ।

২৪ ঘণ্টা/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *